• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘সেলুলয়েডে বঙ্গবন্ধু’ চলচ্চিত্র উৎসব শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৪:১১ পিএম
‘সেলুলয়েডে বঙ্গবন্ধু’ চলচ্চিত্র উৎসব শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে তিন দিনব্যপী ‘সেলুলয়েডে বঙ্গবন্ধু’ শিরোনামে চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।

রোববার (২৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে বিশেষ অতিথিদের বরণ করে নেন চলচ্চিত্র পরিচালক কবি দিলদার হোসেন এবং সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন ইউএস বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম।

দিলদার হোসেন বলেন, “নির্বাচিত কিছু চলচ্চিত্র নিয়ে তিন দিনের এই উৎসব শুরু হয়েছে। আমরা বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজন করছি। আমার বিশ্বাস এ চলচ্চিত্র উৎসব তরুণ সমাজকে উজ্জীবিত করবে।”

এদিকে উৎসবের উদ্বোধনীর প্রথম দিনে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘তোমারই হোক জয়’। এছাড়া উৎসব চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

স্কুল-কলেজের শিক্ষার্থীরা উৎসবে বিনা টিকেটে শুধুমাত্র আইডি কার্ড প্রদর্শন করে বঙ্গবন্ধুর উপর নির্মিত চলচ্চিত্রগুলো দেখার সুযোগ পাচ্ছেন। আর দর্শনার্থীদের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। যা দিয়ে একদিনে প্রদর্শিত সবগুলো চলচ্চিত্র দেখার সুযোগ থাকছে।

এই উৎসবের টাইটেল স্পন্সর সিনেবাজ, আর আয়োজনে রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট। পাশাপাশি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় সেলুলয়েডে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় রয়েছে এস এস কমিউনিকেশন।

Link copied!