• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সুকেশ-কাণ্ডে সালমানের সাহায্য চান জ্যাকলিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৩:৫১ পিএম
সুকেশ-কাণ্ডে সালমানের সাহায্য চান জ্যাকলিন

প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একের পর এক ঘনিষ্ঠ ছবি ফাঁস হওয়ায় বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। অবশেষে ইমেজ বাঁচাতে বলিউড ভাইজান খ্যাত সালমান খানের দ্বারস্থ হয়েছেন জ্যাকলিন।

সম্প্রতি প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের কয়েকটি ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। কখনো বাথরুমে আবার কখনো বেডরুমে চুম্বনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই সমালোচকদের কটূক্তির মুখে পড়ছেন জ্যাকলিন। এরপরই নিজের ইমেজ রক্ষার্থে তার মেন্টর সালমান খানের সাহায্য চেয়েছেন জ্যাকলিন।

বলিউডের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, জ্যাকলিনের সঙ্গে সুকেশের ওই ছবি এই বছরের এপ্রিল-জুন মাসে তোলা হয়। সেই সময় সুকেশ অন্তর্বর্তী জামিনে ছাড়া পান।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা যায়, সেই সময়ই জ্যাকলিনের সঙ্গে সুকেশের কয়েকবার দেখা হয়েছিল। অভিনেত্রীর জন্য ব্যক্তিগত বিমানেরও ব্যবস্থা করে দিয়েছিলেন সুকেশ। তার আইনজীবী দাবি করেছিলেন, সুকেশের সঙ্গে সম্পর্কে ছিলেন জ্যাকলিন। যদিও জ্যাকলিনের তা বরাবরই অস্বীকার করে আসছেন।

দিল্লি পুলিশের ইকোনমিক অফেনসেস উইংয়ের আগে সুকেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তার বিরুদ্ধে ২০০ কোটি টাকার অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 

অভিযোগে বলা হয়, সুকেশ ও তার স্ত্রী রিনা ওষুধ সংস্থার সাবেক মালিক শিবেন্দ্র সিংহ ও মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছে।

এছাড়া সুকেশের চেন্নাইয়ের বাংলোতে তল্লাশি চালিয়ে ৮২ লাখ টাকা, ২ কেজি সোনা, ১৬টি দামি গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডির কর্তারা। সেখান থেকেই মূলত জ্যাকলিনের নাম সামনে আসে। জারি হয় সমনও। ইডির দপ্তরে জ্যাকলিনকে ডেকে নিয়ে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পি এম এল এ) নিরিখে তার বয়ানও রেকর্ড করা হয়।

এদিকে ওই ঘটনায় জ্যাকলিন জানান, সুকেশ-কাণ্ডে শুধু সাক্ষী হিসেবে তার জবানবন্দি নেওয়া হয়েছে। সুকেশের সঙ্গে ফাঁস হওয়া এই ছবি তার জন্য় অস্বস্তিকর।

বলিউড সেলিব্রেটিদের ইমেজ রক্ষায় সালমান খানের অনেক ভূমিকা রয়েছে। সম্প্রতি শাহরুখ পুত্র আরিয়ান খানের কাণ্ডতেও সালমান পাশে ছিলেন। শাহরুখপুত্রের জন্য আইনজীবী নিয়োগ করা থেকে শুরু করে সবটাই করেছেন সালমান খান। এবার জ্যাকলিনকে বিপদ থেকে উদ্ধার করতে কী পদক্ষেপ নেবেন বলিউড ভাইজান, তা দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!