• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সুকেশ-কাণ্ড: বিলাসবহুল উপহার নেন নোরা ফাতেহি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ১১:০৫ এএম
সুকেশ-কাণ্ড: বিলাসবহুল উপহার নেন নোরা ফাতেহি

২০০ কোটি রুপি প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশে চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। মামলার তদন্তে বেরিয়ে এসেছে বলিউডের আরেক অভিনেত্রী ও আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহির নাম। বলা হচ্ছে, নোরাকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর।

এনডিটিভির খবরে জানা যায়, ২০০ কোটি রুপির একটি প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে তদন্ত করছে ইডি। তদন্তে জ্যাকুলিনের সঙ্গে সুকেশের ঘনিষ্ট সম্পর্কের প্রমাণ পেয়েছে পুলিশ। সেই সঙ্গে নোরা ফতেহির নামও উল্লেখ রয়েছে চার্জশিটে।

মামলার চার্জশিটে বলা হয়, নোরাকে একটি দামি বিএমডব্লিউ গাড়ি উপহার দেন সুকেশ। একটি আইফোনও উপহার দেন। এ দুই উপহারের মূল্য ১ কোটি রুপি।

এদিকে নোরা ফাতেহি তদন্ত দলকে জানান, সুকেশ চন্দ্রশেখরের স্ত্রীর অভিনেত্রী লীনা মারিয়া পল তাকে একটি ইভেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি চেন্নাইতে যান। সেখানেই ২০২০ সালের ডিসেম্বরে একটি অনুষ্ঠান হয়। তবে তাকে গাড়ি উপহার দেওয়ার বিষয়ে মুখ খোলেননি নোরা ফাতেহি।

মামলার চার্জশিটে বলা হয়, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিং ও মালবেন্দ্র সিংয়ের পরিবারের সঙ্গে ২০০ কোটি রুপির প্রতারণা করেছিলেন প্রতারক সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লিনা পাল। সেই মামলায় গ্রেপ্তার হোন এ দম্পতি।

Link copied!