বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জী। আজ বুধবার মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট খেলা দেখার সময় ফেসবুকে সাকিবকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। সৃজিত লিখেছেন, “সাকিব আমাদের সময়ের গ্রেটেস্ট অলরাউন্ডারদের একজন।”
এ সময় তিনি স্মৃতিচারণ করেন ১৪ বছর আগের একটি ঘটনাও। বলেন, “মিরপুরে এই মুহূর্তে লড়াইয়ের অগ্রভাবে আছেন বাবর আজম, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি, মো. রিজওয়ান, হাসান আলী, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ১৪ বছর আগে এই দিনেই চিন্নাস্বামীর (ভারতের) মাঠে আমি পাকিস্তানকে শেষবার টেস্ট ম্যাচ খেলতে দেখেছিলাম। যেখানে দুজন ম্যাচটিকে আলোকিত করেছিলেন। তারা হলেন- সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিং।”
মূলত সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিংয়ের প্রসঙ্গ এনে পরোক্ষ উক্তিতে ভালোর খেলার শুভাশিস জানিয়েছেন সাকিব ও মুশফিককে। যদিও তাদের মধ্যে মুশফিক ইতোমধ্যে সাজঘরে ফিরেছেন।
অভিনেত্রী মিথিলাকে বিয়ের পর মূলত বাংলাদেশের ‘জামাই’ হয়ে গেছেন সৃজিত। গেল ৬ ডিসেম্বর ছিল তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। সেজন্য সৃজিত এখন বাংলাদেশে অবস্থান করছেন।