জমে উঠেছে বাংলাদেশের শিল্পী সমিতির নির্বাচনের তোড়জোড়। তারকাদের পদচারণায় মুখরিত এফডিসি প্রাঙ্গণ। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধানত ইলিয়াস কাঞ্চন-নিপুণ এবং মিশা-জায়েদ এই দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী নাসরীন। এখন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, “চলচ্চিত্রের অঙ্গনের সিনিয়ররা আমাকে কোনো একটি প্যানেল থেকে নির্বাচন করার অনুরোধ জানিয়েছিল। কিন্তু আমি কোনো প্যানেল থেকে নির্বাচন করব না। সেজন্য এবারের শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”
সবার জন্য শুভকামনা জানিয়ে নাসরীন বলেন, “সমিতি কারও ব্যক্তিগত সম্পত্তি না হোক। দুই প্যানেলে যারা আছেন, সবাই আমার প্রিয়জন। তাদের জন্য শুভ কামনা। আমি সিনেমায় আমার সিনিয়রদের সম্মান করি। তাদের কথা রাখলাম। এবার যেই প্যানেল আসুক আশা করি ভালো কিছু করবে শিল্পীদের জন্য।”
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।