• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজ-পরীর রহস্যের ছবি ‘গুণিন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৩:২৯ পিএম
রাজ-পরীর রহস্যের ছবি ‘গুণিন’

প্রখ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন ছবি ‘গুণিন’। রোববার (৬ মার্চ) সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। যাতে অভিনয় করেছেন আলোচিত জুটি অভিনেত্রী পরীমনি এবং তার স্বামী অভিনেতা শরিফুল রাজ। ২ মিনিট ৪৮ সেকেন্ডর সিনেমাটির ট্রেলারে পুরোটা জুড়েই এক রহস্যময় জগৎ সৃষ্টি করেছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।

ট্রেলার প্রসঙ্গে সিনেমাটির অভিনয় শিল্পী শরিফুল রাজ সংবাদ প্রকাশকে বলেন,‘‘ট্রেলারটি মুক্তির পর থেকেই সবার কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। গিয়াসউদ্দিন সেলিম ভাই খুব যত্নসহকারে ছবিটি নির্মাণ করেছেন। আশা করি সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন।’’

ওটিটি প্ল্যাটফর্ম ‘চোরকি’র এই সিনেমায় আরও অভিনয় করেছেন দিলারা জামান, মোস্তফা মনোয়ার, ইরেশ জাকেরসহ আরও অনেকে। হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে নির্মিত করা হয়েছে ‘গুণিন’ চলচ্চিত্রটি। যার সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।

 

‘গুণিন‘ সিনেমার ট্রেলার দেখে গল্পের খুব একটা আঁচ পাওয়া যায়নি। তাতে অবশ্য রহস্য আরও ঘনীভূত হয়েছে। ট্রেলরের শুরুতেই ভেসে ওঠে এটি আদিম এক সমাজের গল্প। তার সঙ্গে খানিকটা অলৌকিকতার ছোয়াও রয়েছে।

Link copied!