শনিবার (১৫ জানুয়ারি) পর্দা উঠছে ২০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। রেইনবো চলচ্চিত্র উৎসব সাংসদের আয়োজনে এবারের উৎসবে ১০টি ক্যাটাগরিতে বাংলাদেশসহ ৭০টি দেশের ২২৫টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার সেকশনে চলচ্চিত্র প্রদর্শিত হবে।
যেসব ভেন্যুতে প্রদর্শিত হবে চলচ্চিত্র
বেশ কয়েকটি ভেন্যুতে এবার উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সকাল ১০.৩০, দুপুর ১টা ও বিকেল ৩টায় প্রদর্শনী শিক্ষার্থীরা বিনামূল্যে দেখতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। এর বাইরে, সাধারণ দর্শকদের জন্য টিকেটমূল্য ৫০ টাকা।
কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সকাল ১০.৩০ থেকে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। যেখানে অভিভাবকরাও শিশুদের সঙ্গে এই চলচ্চিত্র বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সব প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। আসন সংখ্যা সীমিত থাকায় আগে আসলে দেখবেন ভিত্তিতে আসন বণ্টন করা হবে।
অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তনের প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত। আসন সংখ্যা সীমিত থাকায় আগে আসলে দেখবেন ভিত্তিতে ভিত্তিতে আসন বণ্টন করা হবে।
স্টার সিনেপ্লেক্সে নির্ধারিত অর্থের বিনিময়ে দর্শকরা উৎসবের চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। এছাড়াও, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমির মিলনায়তনে কেবল মাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
করোনার কারণে আয়োজক কমিটির পক্ষ থেকে এবার বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। যাদের করোনা ভ্যাকসিনের দুইটি ডোজ নেওয়া আছে, একমাত্র তারাই সার্টিফিকেট দেখিয়ে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন।