• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রের ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৩:০৮ পিএম
যুক্তরাষ্ট্রের ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান এবার যুক্তরাষ্ট্রে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে যোগ দিচ্ছেন। ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র প্রবাসী ও আয়োজকদের অনুরোধে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিবেন শাকিব।

সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে শাকিব খান এই খবর জানান। পোস্টে শাকিব লেখেন, "১৪ নভেম্বর নিউ ইয়র্কে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে এসেছিলাম। ওই আয়োজনের পর আয়োজকদের অনুরোধে ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি ভাইবোনদের সঙ্গে দেখা করতে আগামী ৪ ডিসেম্বর আসছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে।"

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে গত ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে শাকিব খান যুক্তরাষ্ট্র যান। গত ১৪ নভেম্বর অনুষ্ঠানে অংশ নেন। এরপরই দেশে ফিরবেন বলে ঠিক করেন। কিন্তু আয়োজকদের অনুরোধে নতুন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে আরও কয়েকদিন যুক্তরাষ্ট্র থাকছেন। এছাড়াও আগামী ৪ ডিসেম্বর প্রবাসী বাঙালি ভক্তদের সঙ্গে দেখা করবেন বলেও জানান শাকিব। 

শাকিব খান পোস্টে আরও লিখেন, "এ অনুষ্ঠানের বাইরে যুক্তরাষ্ট্রের আর কোনো অনুষ্ঠানে আমার কোনো ধরনের অংশগ্রহণ থাকছে না।"

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে নিজের নতুন সিনেমারও ঘোষণা দেন ঢাকাই সিনেমার এই নায়ক। তরুণ নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় নতুন সিনেমার ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে। সিনেমাটির প্রযোজনা করছে শাকিবের নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

Link copied!