• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

‘মৃধা বনাম মৃধা’ দেখে মুগ্ধ মোশাররফ করিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০৫:০৯ পিএম
‘মৃধা বনাম মৃধা’ দেখে মুগ্ধ মোশাররফ করিম

শুক্রবার (২৪ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে পারিবারিক গল্পে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। সারাদেশের ৪৪টি সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে মুক্তির আগে বিশেষ প্রদর্শনীতে অন্য সবার সঙ্গে সিনেমাটি দেখেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সিনেমাটি দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি মুগ্ধতার কথা জানান।

মোশাররফ করিম লিখেছেন, “একটি সম্পর্ক। তার মাঝখানে জন্ম নেয় দেয়ালের বীজ, খুব ধীরে ধীরে বেড়ে ওঠে, শক্ত হয় অলক্ষ্যে। অদৃশ্য দেয়াল। অদৃশ্য বলেই দূর্ভেদ্য; কখনও অভেদ্য। একসময় মৃত্যু এসে এই দেয়াল নিয়ে চলে যায়। কোথায় যে চলে যায়! আরেক অনন্ত দেয়ালের ওপারে। এই দেয়ালের গল্প লিখেছেন রায়হান খান। চিত্রনাট্য লিখেছেন রায়হান খান, চিত্রগ্রহণের দায়ভারও তার উপরেই ছিল। পরিচালনায় রনি ভৌমিক। এবং এই সব কারণে গল্পটি ‘মৃধা বনাম মৃধা’ নামে সিনেমা হয়ে ওঠে।”

প্রিমিয়ারে সিনেমাটি দেখার কথা জানিয়ে দাপুটে এ অভিনেতা লেখেন, “পরশুদিন প্রিমিয়ার শো দেখতে গেলাম; মনে হলো আমার গল্প, আমার জীবনের। শো শেষে দর্শকমন্ডলীর সাথে কথা বলতে বলতে মনে হল এটা সবার গল্প। সিয়াম, নোভা, নিমা রহমান, মিলন ভট্টাচার্য, সানজিদা প্রীতি সবার অভিনয়ই ভালো লাগলো; বিশেষভাবে তারিক ভাই (তারিক আনাম খান), যার অভিনয়ে আমি আমার নাট্য-জীবনের শৈশব থেকে অদ্যাবধি মুগ্ধ।”

সবাইকে ‘মৃধা বনাম মৃধা’ দেখার আমন্ত্রণ জানিয়ে মোশাররফ করিম লেখেন, “সকলের সুনিপুণ দায়িত্ব পালনে নির্মিত ‘মৃধা বনাম মৃধা’। হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ রইল। সত্যিই ভালো লাগবে। আমার ভালো লেগেছে।”

সিনেমাটি পরিচালনা করেছেন রনি ভৌমিক। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও সিয়াম আহমেদ। এছাড়া আছেন নোভা, সানজিদা প্রীতি, মিলন ভট্টাচার্য ও নিমা রহমান। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য রায়হান খানের এবং আবহ সংগীত করেছেন ইমন সাহা।

Link copied!