• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তির আগেই ২৫০ কোটি আয় প্রভাস-পূজার ‘রাধে শ্যাম’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৫:২৯ পিএম
মুক্তির আগেই ২৫০ কোটি আয় প্রভাস-পূজার ‘রাধে শ্যাম’

বড় বাজেটের ছবি ‘রাধে শ্যাম’ ১৪ জানুয়ারি পর্দায় আসার কথা ছিল। ভারতে করোনার থাবায় তা পেছানো হয়। তবে মুক্তির আগেই ২৫০ কোটি ঘরে তুলে নিল ‘রাধে শ্যাম’। শুধুমাত্র টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব বিক্রি করেই বড়ো অংকের আয় করেছে ছবিটি।
ভারতে নির্মিত বিপুল বাজেটের ছবিগুলোর মধ্যে ‘রাধে শ্যাম’ একটি। করোনা সংক্রমণ কমতে থাকায় ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন সিনেমার নির্মাতা রাধাকৃষ্ণ কুমার। গত বুধবার জানানো হয়েছে, আগামী ১১ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।
‘বাহুবলী’ ছবির পর দেশের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে প্রভাস একজন। তার মুখ দেখেই আগে পর্দায় মুক্তি চাইছেন নির্মাতা।

Link copied!