• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের ছবি প্রকাশ করলেন মিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৫:৫৬ পিএম
বিয়ের ছবি প্রকাশ করলেন মিম

সকলের আর্শিবাদ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বিয়ের ছবি প্রকাশ করেছেন হালের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। রাজধানীর একটি অভিজাত হোটেলে ব্যাংকার সানি পোদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ‘আমার আছে জল’ খ্যাত এই অভিনেত্রী।

মীমের বিয়েটি হিন্দু ধর্মীয় রীতি মেনেই হয়েছে। ভারতীয় বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাক পড়েছেন তিনি।

এতদিন পর্যন্ত বিয়ের ব্যপারে মুখে কুলুপ এটে ছিলেন এই অভিনেত্রী। কিন্তু ভক্তদের হৃদয় ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের ছবি প্রকাশ্যে এনে সবার শুভ কামনা চান তিনি।

একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা।

অন্যান্য ছবিতেও জীবনের নতুন অধ্যায়ের জন্য সকল ভক্ত, শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা প্রার্থনা করেন তিনি।

 

Link copied!