• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের আয়োজনে ৪৫টি হোটেল বুকিং ভিকি-ক্যাটরিনার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ১২:২৯ পিএম
বিয়ের আয়োজনে ৪৫টি হোটেল বুকিং ভিকি-ক্যাটরিনার

বলিউড পাড়ার আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের বিষয়ে এখনো জল্পনা-কল্পনা চলছেই। যদিও দুই তারকার পরিবার থেকেই এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি। তবে আয়োজনও থেমে থাকছে না। বরং তোড়জোড় করেই চলছে বিয়ের প্রস্তুতি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ক্য়াটরিনা ও ভিকির বিয়ের প্রস্তুতির খবরও ভাইরাল হচ্ছে। সবশেষ জানা গেছে, বিয়ের অতিথিদের জন্য় ইতিমধ্যে ৪৫টি হোটেলও বুকিং করা হয়েছে। সেই সঙ্গে চলছে শপিং। ক্যাটরিনার পরিবারও বিয়ের শপিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বলা যাচ্ছে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুই পরিবারই। ৭ ডিসেম্বর থেকে বিয়ের আয়োজন শুরু হবে। ৯ ডিসেম্বর হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এই দিনই রণথম্বোরে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, “বিয়ের জন্য ৪৫টি হোটেল বুকিং হয়েছে। হোটেলগুলো খুব বড় নয়। রণথম্বোরে ছোট হোটেল রয়েছে। অতিথিরা এখানে থেকেই বিয়ের আনন্দে মাতবেন।”

এদিকে খবরে আরও জানায়, মেহেদি ও সংগীতের আয়োজন হবে ৭ ও ৮ ডিসেম্বর। ৯ ডিসেম্বর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে জয়পুরে।সেখানে উপস্থিত থাকবেন বরুণ ধবন, কবীর খান, সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আদভানিরা। দুই তারকার সংগীতানুষ্ঠানে নাচ শেখানোর দায়িত্ব পড়েছে করণ জোহর এবং ফারহা খানের ওপর। 

বলিউড সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতার আগেই কোর্ট ম্যারেজ করবেন ভিকি-ক্যাট, যা হবে আগামী সপ্তাহেই। যদিও বিয়ের বিষয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা।
  
রাজস্থানে চলছে বিয়ের প্রস্তুতি। করোনার নতুন ভ্যারিয়েন্টের কথা মাথায় রেখে অতিথির তালিকাও কমানো হচ্ছে। বিয়েতে প্রায় ২০০ জনের অতিথি তালিকা তৈরি করা হয়েছে। শুধু তা-ই নয়, ক্যাটরিনার সাবেক বয়ফ্রেন্ড সালমান খানের পুরো পরিবারও বিয়ের নিমন্ত্রণ পেয়েছে। তবে সালমান খান বিয়ের অনুষ্ঠানে থাকবেন কি না, তা দেখতে বেশ কৌতূহলী বলিউড ভক্তরা।

Link copied!