কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের চিরপ্রস্থানে এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হল ভারতীয় সংগীতের। তার এই প্রয়াণে কোটি কোটি ভক্তের মতো শোকে স্তব্ধ বলিউডের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তারকাই শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
শোকজ্ঞাপন করে অভিনেতা অক্ষয় কুমার লেখেন, মেরি আওয়াজ মেরি পেহেচান হ্যায়, ঘর ইয়াদ রহে... এই কণ্ঠস্বর কীভাবে কেউ ভুলে যেতে পারে! গভীরভাবে শোকাহত লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর সামনে আসায়, তাঁর আত্মার শান্তি কামনা করি, ওম শান্তি।
অভিনেতা অনিল কাপুর শ্রদ্ধা জানিয়ে লেখেন, হৃদয়ভাঙার খবর, তাঁর আত্মার শান্তি কামনা করি, তাঁর জায়গা সারা জীবন হৃদয়ে থেকে যাবে, যা কেউ কখনও নিতে পারবে না। এভাবেই আমাদের জীবনে ও সঙ্গীত জগতে প্রভাব বিস্তার করেছেন লতা মঙ্গেশকর।
শোকজ্ঞাপন করে হেমা মালিনি লেখেন, যিনি আমাদের বিখ্যাত গানের সম্ভার দিয়েছেন, তিনি ভারতের নাইটেঙ্গেল লতা মঙ্গেশকর, এটা আমার ব্যক্তিগত ক্ষতি।
শাবানা আজমি শোকজ্ঞাপন করে জানান, আমাদের জাতীয় সম্পদ চলে গেলেন, তাঁর কণ্ঠ আমাদের জীবনের অন্ধকার ঘোচায়। আমাদের অবসাদে শক্তি জোগায়, ধন্যবাদ লতাজি।
অজয় দেবগণ শ্রদ্ধাজ্ঞাপন করে জানান, সারা জীবনের এক আইডল, তাঁর গান সারা জীবন আগলে রাখব, আমরা কত ভাগ্যবান যে তাঁর গান আমরা পেয়েছি। ওম শান্তি, তাঁর পরিবারের প্রতি শোকজ্ঞাপন।