• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিলো শিল্পী সমিতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৫:০৭ পিএম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিলো শিল্পী সমিতি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়েছেন নব-নির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরে পুষ্প অর্পণ করেন তারা। পুষ্পার্ঘ্য অর্পণে শপথ নেওয়া সাধারণ সম্পাদক নিপুণ উপস্থিত ছিলেন। তবে জায়েদ খান এবং তার প্যানেল থেকে বিজয়ী কোনও সদস্য সেখানে যাননি।

নব-নির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কার্যকরী সদস্য ফেরদৌসসহ রিয়াজ ও জেসমিন এসময় উপস্থিত ছিলেন।

বিষয়টি নিয়ে সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক গণমাধ্যমকে বলেন, ‘আমরা অন্যদেরও জানিয়েছিলাম। শপথ নেওয়া হয়নি বলে হয়তো তারা আসেননি। তবে না আসার সঠিক কারণ সম্পর্কে আমি অবগত নই। আর নিপুণ আপা সাধারণ সম্পাদক। কারণ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।’

Link copied!