• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফাঁস হলো ‘স্টার কিডসদের’ নতুন সিনেমার ফাস্ট লুক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৩:২৩ পিএম
ফাঁস হলো ‘স্টার কিডসদের’ নতুন সিনেমার ফাস্ট লুক

বলিউডের তারকা সন্তানদের নিয়ে তৈরি নির্মাতা জোয়া আখতারের নতুন সিনেমার ‘দ্য আর্চিস’। এই ছবির সেট থেকে ফাঁস হয়েছে একটি ছবি। আর তা মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায়। 
 
‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয় করছেন শাহরুখ কন্যা সুহানা খান, শ্রীদেবী-বনি কাপুরের কনিষ্ঠ কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং জাহান কাপুর। চলচ্চিত্রটি নেটফ্লিক্স অরিজিনালের জন্য নির্মাণ করছেন জোয়া আখতার। এই সিনেমার মাধ্যমে এই চার ‘স্টার কিডসের’ বলিউডে অভিষেক ঘটবে।

সিনেমাটি ১৯৬০-এর দশকের আবহে তৈরি করা হচ্ছে। এই চার স্টার কিডসের লুক টেস্টের জন্য ফিল্ম সেটে ছিলেন। সেখান থেকেই পাপারাজ্জিদের মাধ্যমে ছবিগুলো ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

পাপারাজ্জিদের শেয়ার করা ছবি অনুসারে, এই তিন তারকা সন্তানকেই সিনেমাটির চরিত্রের পোশাকে দেখা গেছে। সুহানা, অগস্ত্য এবং খুশি ছাড়াও, আসন্ন প্রজেক্টের সেট থেকে ফাঁস হওয়া ছবিগুলিতে অগস্ত্যের বড় বোন নভ্যা নাভেলি নন্দাকেও দেখা গিয়েছে। 

ফাঁস হওয়া ছবিগুলি থেকে ধারণা করা হচ্ছে সিনেমাটিতে ভেরোনিকা লজ চরিত্রে সুহানা, আর্চি অ্যান্ড্রুজ চরিত্রে অগস্ত্য, বেটি কুপারের চরিত্রে খুশিকে দেখা যাবে।

Link copied!