• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রেমিককে প্রকাশ্যে আনলেন শবনম ফারিয়া !


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৭:১৩ পিএম
প্রেমিককে প্রকাশ্যে আনলেন শবনম ফারিয়া !

বিবাদ বিচ্ছেদের পর জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও প্রেমে পড়েছেন। গত বছরের ২০২১ সালের শেষদিকে তার কয়েকটি ছবি ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল তিনি প্রেম করছেন। এবার তা সত্যি প্রমানিত হলো। নিজের ইনস্টাগ্রামে একটি শর্ট ভিডিও পোস্ট করেছেন শবনম ফারিয়া। ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে একে-অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন ফারিয়া ও তার প্রেমিক।
তবে দু'জনেই সৈকতের দিকে মুখ করে থাকায় শবনমের প্রেমিকাকে চেনা যায়নি। ফারিয়াও তার প্রেমিক সম্পর্কে কিছু বলেননি। 

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন,‘‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।’’

একটু খোলাসা করে ফারিয়া ভিডিওতে আরও একটি বাক্য লিখেছেন। সেখানে লেখা, ‘ইটস অফিসিয়াল লাভ সিজন। শো অফ ইউর লাভ’।

ভিডিও শেয়ার করলেও প্রেমিকের নাম-পরিচয় এবারও প্রকাশ করেননি অভিনেত্রী। সুতরাং ফারিয়ার নতুন প্রেমের পূর্ণ তথ্য জানতে ভক্তদের অপেক্ষার প্রহর আরও গুনতে হবে।

শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। কিন্তু সংসারটি টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন।

Link copied!