• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রতারণার টাকায় জ্যাকলিন ও নোরাকে দামি উপহার দিয়েছেন সুকেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০২:১১ পিএম
প্রতারণার টাকায় জ্যাকলিন ও নোরাকে দামি উপহার দিয়েছেন সুকেশ

দুই শ কোটি টাকা প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে জেরা করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থার পেশ করা চার্জশিটে রয়েছে বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ও নোরা ফতেহির নাম। ইতিমধ্যেই ইডির তরফে একাধিকবার জেরা করা হয়েছে জ্যাকলিনকে।

গত ৮ ডিসেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে মুম্বাই বিমানবন্দরে জ্যাকলিনকে আটক করে ইডি। কিছুক্ষণ জেরার পর অবশ্য তাকে মুম্বাই বিমানবন্দর থেকে চলে যাওয়ার অনুমতি দেন তদন্তকারীরা। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দুই শ কোটি টাকার প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগে জেরা করা হয়েছে নোরাকেও।

তদন্তে নেমে ইডি জানতে পারে, দামি উপহারে দুই অভিনেত্রীকে ভরিয়ে রেখেছিলেন অভিযুক্ত সুকেশ। উপহারের তালিকায় বাদ ছিল না ব্র্যান্ডেড গাড়িও। দাখিল করা চার্জশিটে ইডি জানিয়েছে, জ্যাকলিনের মেকআপ আর্টিস্ট শান মুত্তাতিলের মাধ্যমেই অভিনেত্রীর সঙ্গে পরিচয় হয় সুকেশের।

আগস্ট ও অক্টোবরে রেকর্ড করা তার বয়ানে জ্যাকলিন জানিয়েছেন, তিনি সুকেশের কাছ থেকে কিছু উপহার পেয়েছিলেন। তালিকায় ছিল নামীদামি ডিজাইনার ব্র্যান্ড ‘গুচ্চি’ আর ‘শ্যানেল’-এর দুটো ব্যাগ, দুটো গুচ্চির জিমওয়্যার, হীরের দুল, তিনটে ব্রেসলেট। তিনি এ-ও জানান, সুকেশ তাকে একটি মিনি কুপার-এর গাড়ি দিয়েছিল বটে, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন!

অন্যদিকে, ইডির জেরায় সুকেশ জানিয়েছেন, তিনি জ্যাকলিনকে ৭ কোটির গয়না দিয়েছেন। বিএমডাব্লিউ এক্স-৫ গাড়ির পাশাপাশি ১.১৩ কোটি টাকা ধার দিয়েছেন জ্যাকলিনের বোনকে। এখানেই শেষ নয়! নায়িকার মাকে একটি পোরশে আর বাবাকে একটি মাসারাতি গাড়ি দিয়েছে সুকেশ।

Link copied!