তারকাদের জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। গত কয়েকদিন যাবৎ ভক্তদের লুকোচুরির মধ্যে রাখলেও, কিছু সময় আগে নিজের বিয়ের কথা স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম।
কিন্তু ভক্ত ও দর্শকদের মনে প্রশ্ন কি করেন তার বর?
মঙ্গলবার (৪ জানুয়ারি) সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী মিম। পেশায় সনি একজন ব্যাংকার।
জানা যায়, ঢাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন সনি। টানা ছয় বছর চুটিয়ে প্রেম করার পর সনিকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম।
গতবছর নিজের জন্মদিনের দিন পেশায় ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বাগদান সারেন জনপ্রিয় এই তারকা।
সেদিনই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মন ভেঙে বাংলাদেশের হার্টথ্রব এই অভিনেত্রী লিখেছেন, ছয় বছর আগে একসঙ্গে পথ চলা শুরু। প্রথম একসঙ্গে হেসেছি, ভালবেসেছি একে অন্যকে। অবশেষে আমার জন্মদিনে জীবনের আরও একটি নতুন পর্যায় শুরু হলো। আমরা দুজনে এক হলাম।