‘শেষ হইয়াও হইলো না শেষ।’ সিনেমার ক্লাইম্যাক্সের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে চলছে নাটকীয়তা। রোববার (৬ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ গ্রহণ করেন নিপুণ। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) নিপুণের পদ স্থগিত করেছে হাইকোর্ট।
একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদন করেন জায়েদ খান। তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রজেকশনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
এতে নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান মিশা সওদাগর। এরপর ইলিয়াস কাঞ্চন অন্যান্য নির্বাচিত সদস্যদের শপথ পড়ান।
শনিবার (৫ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ড। পরে ওই দিন সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতির আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিলের এই ঘোষণা দেয়।
এ ছাড়া শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদও বাতিল করা হয়।
এদিন এফডিসিতে অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে উপস্থিত থাকতে বলা হয়। তবে নিপুণ আপিল বোর্ডের সভায় থাকলেও, ছিলেন না জায়েদ খান ও চুন্নু।