মুম্বাইয়ে প্রাসাদসমান বাড়ি বানিয়েছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বাড়ির নাম রেখেছেন ‘নবাব’। বাবার স্মৃতির উদ্দেশেই বাড়ির এই নামকরণ।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েক দিন আগে নওয়াজউদ্দিন প্রথমবারের মতো তার বাংলোর কয়েকটি ছবি ভক্তদের জন্য শেয়ার করেন। ছবিতে বাড়ির একটি সুন্দর ছবি, তার সম্মুখে সুন্দর বাগান এবং একটি ব্যালকনি দেখা যাচ্ছিলো।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই বাড়ি তৈরিতে নওয়াজের ৩ বছর সময় লেগেছে।
মুম্বাইয়ের আলোয় থেকেও একেবারে সাদামাটা জীবনে বিশ্বাসী নওয়াজ। জানিয়েছিলেন, গ্ল্যামার ওয়ার্ল্ডের জাল-জালিয়াতি তার একেবারেই পছন্দ নয়। সাধারণভাবে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।