• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দ্বিতীয়বার জায়েদ খানকে ‘মৃত’ বলছে ফেসবুক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৩:১৪ পিএম
দ্বিতীয়বার জায়েদ খানকে ‘মৃত’ বলছে ফেসবুক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার মধ্যেই চিত্রনায়ক জায়েদ খানকে ‘মৃত’ ঘোষণা করেছে ফেসবুক। এই নিয়ে দ্বিতীয়বার ফেসবুকে জায়েদকে রিমেম্বারিং দেখাচ্ছে।

সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু জায়েদ খানের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে উল্টো। বেঁচে থাকতেই এই নায়ককে ‘মৃত’ বলছে ফেসবুক!

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায় ‘রিমেম্বারিং জায়েদ খান’ লেখা। ‘রিমেম্বারিং জায়েদ খান’ ট্যাগ যুক্ত করে ফেসবুক তার প্রোফাইলে লিখেছে, “আমরা আশা করি যারা জায়েদকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।”

এরপরই জায়েদ খানের মৃত্যু নিয়ে ভক্তদের মধ্যে একটি গুঞ্জন শুরু হয়। তবে এটা যে ফেসবুকের ভুল, তা আগেও বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে। তবে জায়েদ খান এ বিষয়ে এখনো কিছু বলেননি। 
এর আগে গত ২১ জানুয়ারি (শুক্রবার) বিকেলে জায়েদ খানের ভেরিফায়েড অ্যাকাউন্টটিতে প্রথমবার ‘রিমেম্বারিং’ লেখা দেখা যায়।

বাংলাদেশের বেশ কিছু তারকাকে এর আগে মৃত ঘোষণা করে ফেসবুক। আলোচিত লেখিকা তসলিমা নাসরিনকেও মৃত দেখায়। তারপর তিনি এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন। দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকেও মৃত ঘোষণা করে ফেসবুক।

Link copied!