• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

তরিক মৃধার মিউজিক্যাল ফিল্ম ‘ছাইড়া যদি যাবি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০১:০১ পিএম
তরিক মৃধার মিউজিক্যাল ফিল্ম ‘ছাইড়া যদি যাবি’

ভালোবেসে পালিয়ে ঘর বাঁধেন শাকিলা পারভিন ও জামশেদ শামীম। গ্রাম থেকে শহরে গিয়ে ওঠেন নতুন বাসায়। জীবিকার খোঁজে শহরের এ-গলি থেকে ও-গলিতে ঘুরতে থাকেন জামশেদ। কিন্তু কোথাও কর্ম খালি নেই। নানা অনটনের ফাঁকেই আচমকা শাকিলার মৃত্যু! নতুন জীবনের স্বপ্ন নিয়ে শহরে আসা জামশেদ স্ত্রীর লাশ নিয়ে পা বাড়ালেন গ্রামে। কিন্তু পথিমধ্যে মৃত্যুকে আলিঙ্গন করেন তিনিও।

এমনই গল্পে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘ছাইড়া যদি যাবি’। মেধাবী কণ্ঠশিল্পী তরিক মৃধার নতুন গান এটি। শুক্রবার (১০ ডিসেম্বর) এসএমভি নামের একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

এ গানের কথা লিখেছেন জসিম উদ্দিন। সুর ও সংগীতায়োজন করেছেন ফোক গানের এ প্রজন্মের আলোচিত শিল্পী আকাশ মাহমুদ। মিক্স-মাস্টারিংয়ে আশিক মাহমুদ।

গল্পনির্ভর এই মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। অভিনয়ে শাকিলা পারভিন ও জামশেদ শামীম ছাড়া আরও আছেন মুকুল জামিল, দীপ রাজ ও হাসান। আদর সোহাগের স্ক্রিনপ্লে ও সংলাপে চিত্রটি ধারণ করেছেন সানি খান।

নতুন এই গান নিয়ে তরিক মৃধা বলেন, “মাটির সুর আর আমাদের পারিপার্শ্বিক বাস্তবতার প্রতিচ্ছবিপূর্ণ গল্প আমাকে বরাবরই বেশি স্পর্শ করে৷ তাই এই গানটি আমার কাছে বিশেষ। জীবনে অনেকবার এভাবে স্বজনের লাশ নিয়ে বাড়ি ফিরেছি। ভয়েস দেওয়ার সময় ভিডিওর ওই দৃশ্যটাই আমার কল্পনাতে ছিল। কারণ গানটি তৈরি হওয়ার আগেই ভিডিওর গল্পটা নির্বাচন করেছিলাম আমরা। যার ফলে বিষয়টা অনুধাবন করে মাত্র এক টেক-এ ভয়েস দিতে পেরেছিলাম।”

অন্যদিকে নির্মাতা ফারহান আহমেদ রাফাত বলেন, “গানের কথা-সুরের সঙ্গে যাতে ভিডিওটা দর্শকদের কানেক্ট করতে পারে, সেভাবেই নির্মাণের চেষ্টা করেছি। আমার বিশ্বাস, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে কাজটি।”

Link copied!