‘বঙ্গবন্ধু’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে বাংলাদেশ। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের শুটিং চলছে। রাজধানীর ঢাকা কলেজের মাঠকে রেসকোর্স ময়দান বানিয়ে সেখানে দৃশ্যটির শুটিং চলছে। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমার লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি।
জেমি বলেন, “কঠোর নিয়ম মেনে শুটিং চলছে। আপাতত সংবাদমাধ্যমের সঙ্গে টিমের সাক্ষাতের কোনো নির্দেশনা আসেনি। তাই শুটিংস্পটগুলোতে বেশ গোপনীয়তার সঙ্গে কাজ চলছে।”
সোমবার (২২ নভেম্বর) ভোর থেকে হাজারের অধিক লোকের অংশগ্রহণে চিত্রায়ণ শুরু হয়েছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এই চলচ্চিত্র নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। ২০১৯ সালের মার্চে বাংলাদেশে ছবিটির দৃশ্যধারণ শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কবলে তা পিছিয়ে এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহে গড়ায়।
মুম্বাইয়ের দাদা সাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্য ধারণ করা হয়।