• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

টাইগার-৩ টিজারে সালমান-ক্যাটরিনার অ্যাকশন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০৩:২০ পিএম
টাইগার-৩ টিজারে সালমান-ক্যাটরিনার অ্যাকশন

টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমার টিজার মুক্তি পেয়েছে আজ। এতে সালমান খান এবং ক্যাটরিনা কাইফের মারাত্নক সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে। সিনেমাটি আগামী বছর ২০২৩ সালের ২১ এপ্রিল মুক্তি পাবে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সালমান খান ছবিটির টিজার শেয়ার করেছেন।

 

হিন্দি ছাড়াও তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। টুইটারে টিজার শেয়ার করে ক্যাপশনে সালমান খান লিখেছেন,‘‘২০২৩ সালের ঈদে মুক্তি পাবে টাইগার-৩ সিনেমাটি। আপনারা সবাই পরিবারসহ সিনেমা হলে ছবিটি উপভোগ করুন।’’

 

সিনেমাটি নির্মাণ করেছেন মনীশ শর্মা। এতে বলিউড তারকা ইমরান হাসমিও অভিনয় করেছেন।

টাইগার-৩ সিনেমার টিজারের শুরুতেই কালো গেঞ্জি এবং টপ পরা ক্যাটরিনার দেখা পাওয়া যায়। যেখানে ছুরি হাতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন তিনি।  একটু পরেই দেখা মিলে বলিউড ভাইজান সালমান খানের।  

‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। ছবিতে সালমানকে দেখা যায় ভারতীয় গুপ্তচর অবিনাশ সিং চরিত্রে। যে প্রেমে পড়ে পাকিস্তানের গুপ্তচর ক্যাটরিনা কাইফের যিনি জোয়া হুমাইমির চরিত্রে সিনেমায় অভিনয় করেছেন।

Link copied!