• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জিপিএ-৫ না পেয়েও হতাশ নন দীঘি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০২:২৭ পিএম
জিপিএ-৫ না পেয়েও হতাশ নন দীঘি

সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর পাশের হার ৯৩.৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

এইচএসসিতে স্বাভাবিকভাবেই ভালো ফলাফলের জন্যে মুখিয়ে থাকেন অভিভাবক ও শিক্ষার্থীরা। জিপিএ-৫ না পেয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায় অনেককে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

ঢাকার স্ট্যামফোর্ড কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন এই চিত্রনায়িকা। সংবাদমাধ্যমে নিজেই তার পরীক্ষার ফল জানিয়েছেন।

বিজ্ঞান বিভাগ থেকে ৩.৭৫ বা এ মাইনাস পেয়েছেন দীঘি। তবে এমন ফলেও মোটেই হতাশ নন তিনি। দীঘি বলেন, “আমি এর আগে কোনও পরীক্ষায় জিপিএ-৫ পাইনি। আমি তেমন ছাত্রী নই।”

গ্রামীণফোনের বিজ্ঞাপনের মাধ্যমে খুব ছোটবেলায় আভিনয়ে আত্মপ্রকাশ করেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর ২০০৬ সালে নিজের প্রথম চলচ্চিত্র ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে জিতে নেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০২১ সালে প্রায় ১৫ বছর পর নায়িকা হিসেবে পর্দায় হাজির হন তিনি। মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সহ বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

তাই বোঝাই যাচ্ছে পড়াশোনার চাইতে এখন অভিনয়ের দিকেই পূর্ণ মনোযোগ রাখতে চাচ্ছেন এই অভিনেত্রী।

Link copied!