• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

চলুন ছোট-বড় সব বিষয় উদযাপন করি : জয়া আহসান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০১:৪৬ পিএম
চলুন ছোট-বড় সব বিষয় উদযাপন করি : জয়া আহসান

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত বাতাসে নিশ্বাস নেয় বাঙালি জাতি। দেশের প্রতিটি প্রান্তে শুরু হয় বিজয়ের মিছিল। আনন্দ আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো বাঙালি জাতি।

আজ বিজয় লাভের ৫০ বছর। বাঙালি জাতির গৌরবের দিন, মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আজ সারা দেশে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হচ্ছে। ১৬ কোটি বাঙালি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছে দেশের বীরসন্তানদের, যাদের সংগ্রাম ও রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের লাল-সবুজের পতাকা।

বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

জয়া লিখেছেন, “সফলতার হাজারো গল্প লিখে বিজয়ের ৫০ বছরে পদার্পণ করছে আমাদের গর্বের বাংলাদেশ। বিজয়ের এই দিনে চলুন জাতি হিসেবে অর্জিত ছোট-বড় সকল বিজয়গুলোকে আমরা উদযাপন করি একসাথে।”

তিনি আরও লেখেন, “আজ বিজয়ের সুবর্ণজয়ন্তী। অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক আত্মদানে আমাদের এই বাংলাদেশ। মুক্তির যুদ্ধে তাঁদের স্বপ্ন হয়ে থাকুক আমাদের ধ্রুবতারা।”

এদিকে জয়া আহসান দুই বংলার সিনেমায় খুব ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন সৌকর্য ঘোষাল পরিচালিত ‘কালান্তর’ সিনেমায়। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘ভূতপরী’ ও ‘ওসিডি’ সিনেমাটি। 

Link copied!