• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৫:২৬ পিএম
সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় দ্বিতীয়বারের মত পর্দা উঠলো চারদিনব্যাপী সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১-এর। এবারের উৎসবটি বাংলাদেশের সুবর্ণজয়ন্তী স্মরণে-বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করা হয়েছে।

সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ এবং সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর শিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল।

আয়োজক কমিটি থেকে জানানো হয়, এবারের উৎসবে বাংলাদেশসহ ১২১টি দেশের প্রায় এক হাজার চলচ্চিত্র জমা পড়েছিল। তার মধ্যে থেকে সিলেকশন কমিটি ৬০০ চলচ্চিত্র মনোনিত করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান।

উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ৬ জানুয়ারি ২০২২। সমাপনী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করবেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

 

Link copied!