গালি দেওয়ার অভিযোগে পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করেছেন জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। সোমবার (৭ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেছেন তিনি।
ওই জিডিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে এসে জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী, যা তিনি তার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওতে মালেক আফসারী কুরুচিপূর্ণ এমন কিছু কথা বলেছেন, যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে।
এ বিষয়ে অরুণা বিশ্বাস গণমাধ্যমকে বলেন,‘‘উনি একটি ভিডিওতে আমাকে ব্যক্তিগত গালিগালাজ করেছেন। ব্যক্তিগত আক্রমণ করেছেন। কুরুচিপূর্ণ কথা বলেছেন, ইঙ্গিত করেছেন। উনি প্রশ্ন তুলেছেন আমার কী যোগ্যতা? আমি কেন সেন্সর বোর্ডের মেম্বার হলাম, কোন যোগ্যতায় অনুদানের ছবি পেলাম, কোন যোগ্যতায় বিচারকের আসনে বসি।”
এই অভিনেত্রী বলেন, ‘‘তার মতো একজন সিনিয়র পরিচালকের কাছ থেকে আমি এটা প্রত্যাশা করিনি। কোনো কারণ ছাড়াই তিনি আমাকে নিয়ে এসব কুরুচিপূর্ণ কথা বলেছেন। তাই বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।”
মালেক আফসারী নির্মিত দর্শকপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রভৃতি। তার সর্বশেষ ‘পাসওয়ার্ড’ সিনেমাটি বেশ ভালো ব্যবসা করেছিল।