ফের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। শাহিন সুমন পরিচালিত ‘কুস্তিগীর’ সিনেমায় অভিনয় করবেন তারা। এটি এই জুটির তৃতীয় সিনেমা। এর আগে এই জুটি অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমায় জুটি বাঁধেন।
শাহীন সুমনের সিনেমার মাধ্যমেই ঢালিউডে পা রেখেছিলেন বাপ্পী। ২০১২ সালে এই পরিচালকের ‘ভালোবাসার রঙ’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
নতুন ছবি প্রসঙ্গে বাপ্পী বলেন, “শাহীন সুমন ভাইয়ের সিনেমা দিয়ে আমার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু। তিনি গুণী একজন নির্মাতা। আমরা জুটি হয়ে পরপর তিনটি সিনেমায় কাজ করি। সিনেমা তিনটি সেই সময়ে ব্যবসা সফল হয়। মাঝে বিভিন্ন কারণে আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। তবে একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। শাহীন ভাইয়ের সাথে ফের একসঙ্গে কাজ করতে পারছি ভেবে ভালো লাগছে। সেই সঙ্গে আমি আনন্দিত। তিনি আমার জন্য সবসময়ই ভাগ্যবান নির্মাতা। আশা করছি, পূর্বের মতো আমাদের নতুন সিনেমাও দর্শক পছন্দ করবেন।”
জাহারা মিতু বলেন, “সবারই স্বপ্ন থাকে গুণী নির্মাতার সাথে কাজ করার। আমিও তার ব্যতিক্রম না। শাহীন ভাই ইন্ডাস্ট্রিতে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। আমি মনে করি, তার সঙ্গে কাজ করতে পারা আমার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হবে। তার মতো একজন বড় পরিচালকের সাথে কাজ করতে পারা অবশ্যই ভালোলাগার। বাপ্পীর সঙ্গে এটি আমার তৃতীয় সিনেমা। এরইমধ্যে আমরা একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। আমাদের কেমিস্ট্রি অনেক ভালো। কাজ করতে গিয়ে ভালো একটি বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আশা করছি, কাজ করতে অনেক সুবিধা হবে।”
‘কুস্তিগীর’ সিনেমার চরিত্র প্রসঙ্গে মিতু বলেন, “চরিত্র নিয়ে এখনই কিছু বলা যাবে না। দর্শকদের জন্য চমক থাকবে। তবে আমাকে গ্রামের চঞ্চল একটি মেয়ের চরিত্রে দেখা যাবে। একটানা কাজ করে সিনেমাটি শেষ করা হবে। সিনেমার গল্পটি সুন্দর। এটি গ্রামীণ পারিবারিক গল্পের সিনেমা। ট্র্যাজেডি, রোমান্স সবই আছে। এতে বিনোদনের সবকিছুই পাবেন দর্শক।”
জানা গেছে, সচেতন মিডিয়ার ব্যানারে নির্মিত হতে যাওয়া সিনেমাটির শুটিং আগামী ২২ ডিসেম্বর (বুধবার) গাজীপুরের হোতাপাড়া দিয়ে শুরু হবে। প্রথম ধাপের কাজ চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। একটানা কাজ করে শেষ করা হবে সিনেমাটি। ২০২২ সালের মাঝামাঝি সময় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।