• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

করোনায় আক্রান্ত ন্যান্সি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৩:২৫ পিএম
করোনায় আক্রান্ত ন্যান্সি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ১৮ জানুয়ারি মঙ্গলবার রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ন্যান্সি বলেন, "রোববার রাত থেকেই অসুস্থ বোধ করছি। উপসর্গগুলো সাধারণ মনে হচ্ছিল না। তাই দেরি না করেই করোনা টেস্ট করেছি। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শরীর দুর্বল। তবে অন্যান্য দিক থেকে এখনও ভালো আছি।"

পরিবারের অন্য সদস্যদের কথা জানিয়ে ন্যান্সি বলেন, "আমার স্বামী (মহসীন), মেয়ে (রোদেলা), ছোট ভাই (সানি) এখনও সুস্থ রয়েছে। তারা করোনা আক্রান্ত হয়নি। আমার গৃহকর্মীও সুস্থ। তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ নাই।"

দ্রুত সুস্থতার জন্য় ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করেছেন জনপ্রিয় এই গায়িকা।

Link copied!