• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

করোনা আক্রান্ত কারিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৬:০০ পিএম
করোনা আক্রান্ত কারিনা

ফের বলিউডে করোনার হানা। এবার করোনা আক্রান্ত হলেন আবেদনময়ী অভিনেত্রী কারিনা কাপুর। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আপাতত নিভৃতবাসেই থাকবেন তারা। বিগত কয়েক দিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও করোনা পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে একই সঙ্গে কারিনার বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। এরইমধ্যে দুই তারকাকে বিভিন্ন সময়ে পার্টিতে দেখা গিয়েছে।

কারিনা কাপুর খান এবং অমৃতা অরোরা বন্ধুত্বের কথা নতুন নয়। প্রায়ই তাদের নানা জায়গায় একসঙ্গে পার্টি করতে দেখা যায়। করোনায় আক্রান্ত হওয়ার আগেও দুই অভিনেত্রীকে মুম্বাইয়ের বেশ কিছু পার্টিতে দেখা গিয়েছিল। 

সম্প্রতি করণ জোহরের পার্টিতেও দেখা যায় তাদের দু’জনকে। দুই অভিনেত্রীর সুপার স্প্রেডার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দু’জন এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো ঘোষণা করেননি। 

কারিনা-অমৃতার আগে কাজলের বোন তানিশা মুখার্জির করোনা পজিটিভ হওয়ার খবর এসেছিল। এছাড়াও দক্ষিণ শিল্পের মেগাস্টার কমল হাসানও করোনায় আক্রান্ত হয়েছেন।

Link copied!