• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

এড শিরানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৮:০১ পিএম
এড শিরানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

তরুণ প্রজন্মের কাছে এড শিরান এক আবেগের নাম। কোটি ভক্ত তার গানে বুদ হয়ে থাকেন। এবার সেই গায়কের বিরুদ্ধেই উঠেছে গানের আইডিয়া চুরির অভিযোগ। 

এড শিরানের জনপ্রিয় গান ‘শেপ অব ইউ’ -এর হুড অংশটি নকলের অভিযোগ করা হয়েছে। সামি চোকরি ওরফে সামি সুইচ এবং রস ও’ডোনোগুই দাবি করেছেন ২০১৫ সালে প্রকাশিত তাদের ‘ওহ হোয়াই’ গান থেকে গানটির আইডিয়া নেওয়া হয়েছে। সেজন্য তারা আদালতে ঠুকে দেন শিরানের বিরুদ্ধে মামলা।

সেই মামলায় লন্ডন হাইকোর্টে এড শিরানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার গান লেখা এবং তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চায় আদালত।

এদিকে আইডিয়া চুরির অভিযোগ অস্বীকার করেছেন শিরান। তিনি বলেছেন,‘‘আমি মৌলিক গানে জনপ্রিয়তা অর্জন করেছি। কারো গান চুরির অভ্যাস থাকলে আমি জনপ্রিয় হতে পারতাম না।’’

Link copied!