ছোট পর্দার জনপ্রিয় তারকা ও মডেল সারিকা সাবরিন আবারও বিয়ে করেছেন। গত ২ ফেব্রুয়ারি পরিবারের সদস্যদের উপস্থিতিতে সারিকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সারিকা গণমাধ্যমকে বিয়ের তথ্য নিশ্চিত করেছেন।
সারিকার বরের নাম আহমেদ রাহি। পেশায় তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও ‘দৃক’ ব্যান্ডের বেজ গিটারিস্ট।
এ বিষয়ে সারিকা বলেন, “গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ইচ্ছে করে জানানো হয়নি।” সবার দোয়া চেয়ে তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিয়ের আমেজ কাটিয়ে শুটিংয়ে ফিরবেন।
এটি সারিকার দ্বিতীয় বিয়ে। ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন সারিকা। সম্পর্কের টানপোড়েনে ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। সেহরিশ আনায়া নামে তাদের এক কন্যাও রয়েছে।
সারিকা ২০০৬ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুর করেন । তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কারণে বেশ আলোচিত হন। তখন থেকে বেশ ধারাবাহিকভাবেই মডেলিংয়ে যুক্ত ছিলেন।
বর্তমানে সারিকা বেশ কম কাজ করেন। নতুন জীবন শুরুর পর আবারও অভিনয়ে তিনি সক্রিয় হবেন বলে প্রত্যাশা ভক্তদের।