• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আগে ইলিয়াসের বিচার, তারপর সংসার : সুবাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৫:৫৯ পিএম
আগে ইলিয়াসের বিচার, তারপর সংসার : সুবাহ

ঘটা করে আয়োজন করে বিবাহ বন্ধণে আবদ্ধ হন মডেল ও চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ ও গায়ক ইলিয়াস হোসাইন। কিন্তু বিয়ের এক মাস যেতে না যেতেই নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুললেন সুবাহ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বনানীর বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন চিত্রনায়িকা সুবাহ। সেখানে ইলিয়াসের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ইলিয়াস তার উপর নির্যাতন চালাত জানিয়ে সুবাহ বলেন, ‘‘সে আমাকে অনেক ধরনের অত্যাচার করেছে, মারধর করেছে। অনেক স্বপ্ন নিয়ে ওকে বিয়ে করেছিলাম। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি নায়িকা এটাই ছিল আমার দোষ।’’

বাসায় থাকা মূল্যবান সম্পদ নিয়ে ইলিয়াস পালিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘‘ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। চলে যাওয়ার সময় আমার টাকা-পয়সা, গহনা, সব নিয়ে গেছে। এমনকি বাসায় থাকা কিছু ন্গদ অর্থও নিয়ে চলে যায়। যেগুলো বাড়িভাড়া ও বাজার খরচের জন্য আমার আলমারিতে রাখা হয়েছিল এসব কিছুর ভিডিও ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে, আমি এর বিচার চাই।’’

গত ২৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের গায়ে হলুদের ছবি প্রকাশ করেছিলেন সুবাহ। সেখানে তিনি জানিয়েছিলেন, গায়ক  ইলিয়াসকে বিয়ে করেছেন তিনি।

 

Link copied!