৯৪তম অস্কারের মঞ্চে প্রথমবারের মতো সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হলিউড অভিনেতা ‘উইল স্মিথ’। এমন আনন্দঘন মুহূর্তে ঘটল অনাকাঙিক্ষত এক ঘটনা। অস্কারের লাইভ টেলিকাস্ট চলার সময় উপস্থাপক ক্রিস রককে রেগে গিয়ে চড় মেরেছেন উইল স্মিথ।
ঘটনার সূত্রপাত যখন অস্কার উপস্থাপক ক্রিস মজার ছলে স্মিথের স্ত্রী ‘জাদা পিঙ্কেট স্মিথের’ চুল নিয়ে রসিকতা করেন। এতে বেজায় রেগে গিয়ে স্মিথ স্টেজে গিয়ে চড় মেরে বসেন ক্রিসকে।
এমনকি দর্শক সারিতে গিয়ে স্মিথ চিৎকার করে বলতে থাকেন, ‘আপনার মুখ থেকে আমার স্ত্রীর নামটি দূরে রাখুন।’
ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়ে গোটা হল। যদিও পরে স্মিথ এ ঘটনার জন্য একাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন।
স্মিথের স্ত্রী জাদা পিঙ্কেট অ্যালোপেশিয়ায় নামক এক রোগে আক্রান্ত। সেই কারণেই তার মাথায় চুল নেই।
এরপর পুরস্কার জেতার মঞ্চে আবেগঘন ভাষায় এক বক্তৃতায় স্মিথ বলেন, ‘হলিউডের তারকা হলে অসম্মানজনক কৌতুক শুনতে হবে এবং হাসতে হবে। ভাব করতে হবে সব ঠিক আছে।’
এ সময় স্মিথ ক্ষমা চেয়ে বলেন, ‘আমি একাডেমির কাছে ক্ষমা চাই, আমি আমার সব সহকর্মীর কাছে ক্ষমা চাই। এটি একটি সুন্দর মুহূর্ত।’
বিবিসির সংবাদদাতা ডেভিড সিলিটোর জানিয়েছেন, ‘পুরস্কার অনুষ্ঠান কভার করা সাংবাদিকদের স্মিথের চড় মারার বিষয়ে কোনো প্রশ্ন না করার অনুরোধ জানানো হয়েছিল।’