টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী নওশীন নেহরিন মৌ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে কোভিড পজিটিভ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
নওশীন তার ফেসবুকে ওয়ালে লিখেন, “কোভিড পজিটিভ।”
যদিও গত বছর নওশীন ফাইজার-বায়োএনটের টিকা গ্রহণ করেন। এরপরও ভাইরাসে আক্রান্ত হলেন এই অভিনেত্রী।
নওশীন করোনায় আক্রান্ত হলেও তার বর অভিনেতা আদনান ফারুক হিল্লোলসহ পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
এদিকে নওশীনের ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ছোট পর্দার এই তারকা দম্পতি এখন অভিনয়ে অনিয়মিত। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে দেশে এলেও করোনার শুরু থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নওশীন-হিল্লোল।
অভিনেত্রী নওশীন মিডিয়ায় প্রথম কাজ শুরু করেন ‘আরজে’ হিসেবে। পরে তিনি টিভি অনুষ্ঠানে উপস্থাপনা করে দারুণ জনপ্রিয়তা পান। এরপর তিনি টিভি নাটকেও নিয়মিত কাজ শুরু করেন।