নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। কামরুজ্জামান রোমান পরিচালিত ‘দরদিয়া’ সিনেমায় দেখা যাবে তাকে। এ ছবিতে পূজার বিপরীতে আছেন আদর আজাদ।
জানা গেছে, রোববার (২২ অক্টোবর) রাতে আদর আজাদ ও পূজা চেরি দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন ‘দরদিয়া’ সিনেমাটিতে।
সিনেমাটি নিয়ে পূজা বলেন, “অসাধারণ একটি গল্পের সিনেমা হবে এটি। চুক্তির আগে অন্য কোনো ছবির গল্প শুনতে বসে এতটা মুগ্ধ হইনি। আমি যে চরিত্রটি করব, দারুণ একটি চরিত্র। ঠিকমতো করতে পারলে সুপারহিট হয়ে যেতে পারে সিনেমাটি।”
এর আগে আলোক হাসানের ‘নাকফুল’ সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এ জুটির আরেকটি সিনেমা ‘লিপস্টিক’। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির শুটিং চলছে। এরই মধ্যে একই পরিচালকের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ দুজন।
শিশু শিল্পী হিসেবে ভালোবাসার রঙ (২০১২), তবু ভালোবাসি (২০১৩), অগ্নি (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করেন পূজা চেরি। তবে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নূর জাহান (২০১৮) সিনেমা দিয়ে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত।