ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও আলোচনায়— তবে এবার কোনো নাটক বা সিনেমা নয়, বরং নিজের একটি ভাবনাকে ঘিরে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের মতামত ও জীবনের নানা অনুভূতি শেয়ার করেন তিনি। রবিবার (৯ নভেম্বর) এক স্ট্যাটাসে প্রভা লিখেন—
“যে ভদ্র, সে ভদ্রতার খাতিরে চুপ থাকে। আর অভদ্র মানুষ ভাবে— ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!”
এই সংক্ষিপ্ত কিন্তু গভীর বার্তাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে। অনেকে প্রভার এই বক্তব্যের সঙ্গে একমত জানিয়ে মন্তব্য করেছেন, কেউ কেউ লিখেছেন— ‘চুপ থাকা মানে দুর্বলতা নয়, প্রভা ঠিকই বলেছেন।’
স্ট্যাটাসটিতে কয়েক ঘণ্টার মধ্যেই হাজারেরও বেশি প্রতিক্রিয়া ও শতাধিক মন্তব্য জমে। এতে দেখা গেছে, অধিকাংশ ভক্তই অভিনেত্রীর পরিপক্ব ভাবনার প্রশংসা করেছেন।


































