জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানিয়েছেন, গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে গুঞ্জন উঠতেই নিজের প্রেমিককে প্রকাশ্যে আনেন তিনি।
বছর দুয়েক আগে ফারিণ ও তাহসানকে ঘিরে প্রেমের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ এমনও দাবি করেছিলেন, তারা বিয়েও করেছেন। তবে পরে দুজনই বিষয়টি নাকচ করেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন ফারিণ।
তিনি বলেন, “বিষয়টি পুরোটাই ভুলভাল ছিল। আমি অনেক দিন সম্পর্কের কথা প্রকাশ্যে আনিনি, তাই মানুষ না জেনেই তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরই প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে।”
সংসার ও অভিনয় জীবনের ভারসাম্য নিয়েও কথা বলেন ফারিণ। তার ভাষায়, “বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটা নির্দিষ্ট করে দেওয়ার কিছু নেই। আমি দেখছি, বিয়ের পর আমার কাজ বরং বেড়েছে।”
২০২৩ সালের আগস্টে দীর্ঘ সাড়ে আট বছরের সম্পর্কের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। একই বছরের ১১ আগস্ট তাদের বিবাহ সম্পন্ন হয়।
বর্তমানে ফারিণ ছোটপর্দার পাশাপাশি বাংলাদেশ ও কলকাতার বড়পর্দাতেও সমানভাবে কাজ করছেন। সম্প্রতি তিনি কলকাতায় গিয়ে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, দেব ও কোয়েল মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করেন।




































