• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

প্রকাশ্যে শাহরুখের ‘জওয়ান’ এর ট্রেলার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০৩:৩৪ পিএম
‘জওয়ান’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

বেশ দিন ধরেই ‘জওয়ান’ সিনেমার ট্রেলার মুক্তির অপেক্ষায় ছিলেন শাহরুখ অনুরাগীরা। সেই অপেক্ষার পালা শেষ করে অবশেষে প্রকাশ্যে এল ‘জওয়ান’-এর ট্রেলার।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মুক্তি পেয়েছে অ্যাটলি নির্মিত ‘জওয়ান’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৪৫ সেকেন্ডে বহরূপী শাহরুখ যেন ঝড় তুলেছেন তার ভক্তদের মনে। এতে বিধ্বংসী লুকে ধরা দিয়েছেন বলিউড কিং খান।

ট্রেলার দেখে বোঝার উপায় নাই সিনেমাতে শাহরুখ নায়ক নাকি ভিলেন। তবে এটা পরিষ্কার সিনেমাতে দ্বৈত চরিত্রে ধরা দেবেন তিনি। বাবা-ছেলের গল্পে ভিলেন কালী চরিত্রে ধরা দেবেন বিজয় সেতুপতি। যার আবার অস্ত্রের সাম্রাজ্য। ট্রেলারে কুস্তির ম্যাচে শাহরুখকে হারিয়ে দেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে সিনেমাটির মূল ভিলেন বিজয় সেতুপাতি। একাধিক লুকে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। পুরো ট্রেইলার জুড়েই রয়েছে ভরপুর অ্যাকশন।

এর আগে প্রিভিউ-তে মুখে জড়ানো ব্যান্ডেজ ছিড়ে ফেলে ন্যাড়া মাথার অচেনা শাহরুখ সামনে এসেছিলেন। ঘোষণা করেছিলেন, যখন আমি ভিলেন হই, তখন কোনো হিরো আমার সামনে দাঁড়াতে পারে না‍‍। তারপর এবার সিনেমার ট্রেলারে বেশ খানিকটা স্পষ্ট জওয়ান-এর কাহানি।সিনেমাতে ডবল রোলে থাকছেন শাহরুখ। সিনেমাতে বাবা-ছেলে, একইসঙ্গে দুই ভূমিকাতেই দেখা মিলবে বলিউড বাদশার।

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

Link copied!