• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন রায়হান রাফী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০১:০১ পিএম
শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন রায়হান রাফী
ছবি: সংগৃহীত

একজন দেশের জনপ্রিয় নায়ক, অন্যজন গুণী পরিচালক। তবে তাদের মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়। বলছি, ঢাকাই সিনেমার কিং খান খ্যাত সুপারস্টার শাকিব খান ও রায়হান রাফীর কথা। গেল ঈদুর আজহাতে প্রিয়তমা সিনেমা দিয়ে ঢালিউডে রেকর্ড তৈরি করেছেন শাকিব খান। অন্যদিকে সুড়ঙ্গ সিনেমাতে বেশ বাজিমাত করেছেন রায়হান রাফী। তবে, নিজের সিনেমার প্রচার করতে গিয়ে শাকিব খানকে ইঙ্গিত করে গণমাধ্যমেও বেশ কিছু বক্তব্য দেন রাফি। যা মোটেও ভালোভাবে নেননি ঢালিউডের শীর্ষ নায়ক। তবে, দীর্ঘ রেষারেসির পর অবশেষে শাকিব খানের দরজায় রায়হান রাফী, বানাবেন নতুন সিনেমাও।

বিভিন্ন সূত্র মতে জানা গেছে, এবার শাকিব খানকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন রায়হান রাফী। সেটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। এ নিয়ে শাকিব খানের গুলশানের অফিসে তিন দফা মিটিংও হয়েছে। জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করবে চরকি ও আলফা আই। শাকিবের অফিসে মিটিংয়ে রাফীর সঙ্গে চরকিপ্রধান রেদওয়ান রনি, আলাফা আইয়ের শাহরিয়ার শাকিলও উপস্থিত ছিলেন। সব কথা পাকা। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে রায়হান রাফী বলেন, “শাকিব ভাই দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। আমি সব সময় বলে এসেছি, তাঁর সঙ্গে করতে চাই। আমরা একসঙ্গে হলে অবশ্যই ভালো কিছু হবে।’ তবে নতুন প্রজেক্ট নিয়ে কিছু জানতে চাইলে এক প্রকার পাশ কাটিয়ে যান তিনি। শুধু বলেন, ‘দেখা যাক, সময় হলেই সব জানাব।” যদিও এ বিষয়ে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Link copied!