• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মুহররম ১৪৪৬

পুরোদমে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৭:০৪ পিএম
পুরোদমে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের পোস্টার

পুরোদমে চলছে পরবর্তী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন। উৎসব কার্যালয়ে তাই প্রতিদিনই কাটছে কর্মব্যস্ত দিন। ঢাকা আন্তর্জাতিক উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল সংবাদ প্রকাশকে জানান, এত বড় আয়োজনের প্রস্তুতি আসলে বছরব্যাপী করতে হয়। তিনি বলেন, "শতশত ছবি থেকে দুই আড়াইশ ছবি বাছাই। একশর মতো বিদেশি প্রতিনিধি, দেশী অতিথি এবং দর্শক ছাড়াও আমাদের ভেন্যু, নিরাপত্তা, আবাসন অনেক কিছু নিয়ে প্রস্তুতি নিতে হয়। এখন বলতে পারেন আমরা রাতদিন কাজ করে যাচ্ছি যেন আগামী ফেস্টিভালটা সুন্দর হয়।"

রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের পর্দা উঠবে ২০২৬ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে। ১৮ জানুয়ারি পর্যন্ত ৯ দিন ব্যাপি উৎসব চলবে। আহমেদ মুজতবা জামাল জানিয়েছেন, এখন চলছে চলচ্চিত্র প্রিভিউর কাজ। তিনি বলেন, "১০টি ভিন্ন ভিন্ন সেকশনে ইতোমধ্যে জমা পড়েছে ষাটটির বেশি দেশের কয়েক শতাধিক চলচ্চিত্র।" ফিল্ম সাবমিশন চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। 

উৎসব কর্তৃপক্ষ আরো জানায়, এক বছর বিরতির পর এবার আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ বারের মতো ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব। ল্যাবের প্রজেক্ট সাবমিশন ডেডলাইন ৩১ জুলাই পর্যন্ত। চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব ও চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি'র তত্ত্বাবধানে এবারে পুরো ল্যাবটি ৪ দিনব্যাপি হবে, তবে এটি হবে অনলাইনে। এশিয়া মহাদেশের যে কোনো ফিল্মমেকার তার প্রজেক্ট জমা দিতে পারবেন এই ল্যাবে। সেরা ১০ টি প্রজেক্ট উৎসব চলাকালীন অনলাইনে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরদের দ্বারা গ্রুমিং হওয়ার সুযোগ পাবেন। সেরা ৩ টি প্রজেক্ট পাবে ৫ লাখ, ৩ লাখ, ও ২ লাখ নগদ অর্থ পুরষ্কার। পুরস্কারের অর্থটি স্ক্রিনপ্লে ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে প্রদান করা হবে সেরা তিনটি প্রজেক্টকে।
 
তাছাড়া প্রতিবারের মতোই আয়োজন হতে যাচ্ছে চলচ্চিত্রে নারী বিষয়ক দ্বাদশ সম্মেলন “12th Women in Cinema Conference 2025” ।
রেইনবো চলচ্চিত্র সংসদ আশা রাখছে এবার পৃথিবীর সর্বোচ্চ সংখ্যাক দেশ এই চলচ্চিত্র উৎসবে তাদের সিনেমার মাধ্যমে অংশগ্রহণ করবে। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ; (Better Film, Better Audience, Better Society) এই স্লোগান নিয়ে ১৯৯২ সাল থেকে ২৩ টি সফল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা রেইনবো চলচ্চিত্র সংসদ প্রত্যাশা করে সঠিক এবং পর্যাপ্ত পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বদরবারে এবং বিশ্বের চলচ্চিত্র বাংলাদেশের দরবারে প্রদর্শনীর মাধ্যমে চলচ্চিত্র সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের উঠতি নির্মাতাদের অনুপ্রেরণা জোগাবে ভালো চলচ্চিত্র তৈরি করতে এবং বৈচিত্রময় চলচ্চিত্র দেখার চর্চার ক্ষেত্রে।

Link copied!