ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের সঙ্গে নাকি প্রেম করছেন ম্রুণাল ঠাকুর! এমন গুঞ্জই এখন সোশ্যালে ভাইরাল।
একটি রেডিট পোস্টে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে জল্পনার শুরু। সেখানে দাবি করা হয়েছে যে শ্রেয়াস ও ম্রুণাল কয়েক মাস ধরে ‘প্রাইভেট এবং এক্সক্লুসিভ’ সম্পর্ক উপভোগ করছেন।
পোস্টের বক্তব্য অনুযায়ী, তাদের সম্পর্কটি প্রাথমিক ধাপে রয়েছে এবং উভয়ই একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছেন।
সেখানে আরো বলা হয়েছে, তারকাখ্যাতির কারণে মিডিয়া ও জনসমক্ষে বিষয়টি সামনে এলে সম্পর্কের ওপর যে চাপ সৃষ্টি হতে পারে, তা এড়াতেই তাদের এই সিদ্ধান্ত। তাই জনসমক্ষে বা ইভেন্টে না এসে, তারা মূলত ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে অথবা একান্তই দেখা করছেন।
তবে উল্লেখ করা দরকার, এই প্রেমের জল্পনা পুরোপুরি অনলাইন জল্পনার ওপর ভিত্তি করে তৈরি, এবং শ্রেয়াস বা ম্রুণাল—কেউই এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করে সত্যতা নিশ্চিত করেননি।



































