• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিয়ের মেয়াদ থাকা উচিত, নবায়নের সুযোগসহ: কাজল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৬:১০ পিএম
বিয়ের মেয়াদ থাকা উচিত, নবায়নের সুযোগসহ: কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগণ আবারও আলোচনায়। সম্প্রতি অ্যামাজন প্রাইমের টকশো ‘টু মাচ’-এ এক মন্তব্যে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন তিনি।

শো’য়ের সহ-উপস্থাপক টুইংকেল খান্নার সঙ্গে কথোপকথনের সময় কাজল বলেন, “বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত, যেমন অন্যান্য সম্পর্কের থাকে। মেয়াদ শেষে চাইলে নবায়নের সুযোগ থাকলেই ভালো হতো।”

তার এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও মিমের বন্যা।

‘টু মাচ’-এর সাম্প্রতিক পর্বে অতিথি ছিলেন কৃতি শ্যানন ও ভিকি কৌশল। সেগমেন্টে প্রশ্ন ওঠে—“বিয়েতে কি মেয়াদ থাকা উচিত?”

হাস্যরসের ছলে টুইংকেল খান্না বলেন, “না, এটা বিয়ে—ওয়াশিং মেশিন নয়!”

তখনই কাজল পাল্টা মন্তব্য করেন, “কিন্তু কে নিশ্চিত করে বলতে পারে যে আপনি সঠিক সময়ে সঠিক মানুষকেই বিয়ে করেছেন? মেয়াদ থাকলে অনেকেরই কষ্ট কম হতো।”

কাজল এমনকি টুইংকেলকেও তার ধারণায় রাজি করানোর চেষ্টা করেন, যদিও কৃতি ও ভিকি তার প্রস্তাবের সঙ্গে একমত হননি।

এটি প্রথমবার নয়—এর আগের এক পর্বে ‘মানসিক বনাম শারীরিক প্রতারণা’ প্রসঙ্গেও টুইংকেল, কাজল ও করণ জোহর খোলামেলা মত দিয়েছিলেন।

তাদের মতে, “শারীরিক প্রতারণা সম্পর্ক ভাঙার একমাত্র কারণ নয়।”

অন্যদিকে তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর বলেছিলেন, “না, এমন প্রতারণায় সম্পর্ক ভেঙে যায়।”

সে সময় টুইংকেল মজা করে বলেন, “আমরা পঞ্চাশে, ও বিশে। জীবনের অনেক কিছু আমরা দেখেছি, যা সে এখনও দেখেনি!”

উল্লেখ্য, টুইংকেল খান্না ২০০১ সালে বলিউড তারকা অক্ষয় কুমারকে বিয়ে করেন, আর কাজল ১৯৯৯ সাল থেকে অজয় দেবগণের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

তবু টকশোতে তাদের সাহসী মন্তব্য, হাস্যরস আর রসালো আলাপচারিতা এখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অন্যতম আলোচ্য বিষয়।
সূত্র: এনডিটিভি

Link copied!