বলিউডে কমেডির সীমা ছাপিয়ে কপিল শর্মা এখন রূপালি পর্দায় নায়ক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করছেন। নতুন ছবি ‘কিস কিসকো প্যায়ার করু ২’–এ চার নায়িকার সঙ্গে রোমান্সে মেতেছেন তিনি। টিজার প্রকাশের পর থেকেই একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে—এত নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে স্ত্রী চাতার্থ (গিন্নি) কি একটুও চিন্তা বাড়ান না?
অবশেষে সেই জল্পনার জবাব নিজেই দিলেন কপিল। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যামেরার সামনে রোমান্টিক দৃশ্য করতে গেলেই স্ত্রীর তীক্ষ্ণ নজর তার পিছু ছাড়ে না!
সিং ও হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে কথোপকথনে গিন্নিকে প্রশ্ন করা হয়, অন্য অভিনেত্রীদের সঙ্গে কপিলের ঘনিষ্ঠতা দেখতে কেমন লাগে? গিন্নি খোলামেলাভাবে উত্তর দেন— “একদম ভালো লাগে না! প্রচণ্ড হিংসে হয়।”
এই উত্তর শুনেই কপিল স্মরণ করিয়ে দেন ভোপালের একটি ঘটনার কথা। ওইদিন তিনি হিরা ওয়ারিনার সঙ্গে একটি রোমান্টিক গানের শুটে ব্যস্ত ছিলেন। পরিচালক তাকে নায়িকার চোখে চোখ রেখে চুলে বিলি কাটার নির্দেশ দেন। আর ঠিক তখনই তিনি দেখেন গিন্নি পেছনেই দাঁড়িয়ে পুরো দৃশ্যটি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
কপিল মজা করে বলেন— “ওর সামনে অন্য নায়িকার সঙ্গে রোমান্স করা সত্যিই খুব কঠিন। ভয়েই হাত কেঁপে যায়! আর অভিযোগ জানাতে গেলেই বলে—‘তুমি তো ভালোই উপভোগ করছ!’”
কপিলের এমন রসিকতা প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন হাসির মহড়া।
উল্লেখ্য, ‘কিস কিসকো প্যায়ার করু ২’ মুক্তি পাচ্ছে আগামী ১২ ডিসেম্বর। ছবির প্রচারণাতেও কপিলের রসিকতা যেন আগেই দর্শকদের মাঝে উৎসাহ তৈরি করে দিয়েছে।



































