বন্ধুত্ব থেকে শুরু হয়ে ধীরে ধীরে প্রেম—চার্চ কলেজের ছাত্রী রাহা ও দরিদ্র ঘরের ছেলে রাফিনের সম্পর্ক এমনই এক আবেগময় পথ পাড়ি দেয়। সংসারের টানাপোড়েন সামলে রাফিনকে এগিয়ে নিতে রাহাও নামেন সংগ্রামে। কিন্তু শোরুমে চাকরি করতে গিয়ে রাফিনের পরিচয় হয় ধনীর দুলালি জেরিনের সঙ্গে। সময়ের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বাড়ে, আর জেরিনের দেওয়া আর্থিক সহায়তা রাফিনের জীবনে এনে দেয় বড় বদল। দূরত্ব তৈরি হয় রাহা–রাফিনের সম্পর্কে।
একদিন হঠাৎ রাহা রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখে আবেগে উত্তেজিত হয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন, যার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শেষ পর্যন্ত পারিবারিক চাপ ও মানসিক অস্থিরতার কারণে রাহা নিজেই সরে দাঁড়ান রাফিনের জীবন থেকে।
এই জটিল ত্রিভুজ প্রেমের গল্প নিয়েই নির্মিত হয়েছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘হৃদয় গভীরে’। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্য ও রুবেল হাসানের পরিচালনায় রাফিন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, রাহার ভূমিকায় তানজিম সাইয়ারা তটিনী এবং তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্র জেরিনে দেখা যাবে মারিয়া শান্তকে।
পরিচালক জানান, ক্যাপিটাল ড্রামার সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। এর আগে মুশফিক ফারহান ও কেয়া পায়েলকে নিয়ে নির্মিত ‘অনেক দিন পর’ নাটকটি বিপুল দর্শকপ্রিয়তা পায়। নতুন নাটকটি সেই ধারাবাহিকতায় ভিন্ন স্বাদের গল্প নিয়ে দর্শকের সামনে আসছে বলে তিনি আশাবাদী।
‘হৃদয় গভীরে’ নাটকে আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মাসুম বাশার, মিলি বাশারসহ আরও অনেকে।
নাটকটি ১১ ডিসেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।





























