• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘এই পোশাকে আমার সাধনার ঘাম লেগে আছে, অবজ্ঞা করিস না বাপ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৯:৪১ পিএম
‘এই পোশাকে আমার সাধনার ঘাম লেগে আছে, অবজ্ঞা করিস না বাপ’

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বর্তমানে ব্যস্ত রয়েছেন ওপার বাংলার একটি সিনেমার কাজে। সম্প্রতি শেষ করেছেন টলিউড নির্মাতা ব্রাত্য বসুর ছবির শুটিং। তবে অভিনয়ের ব্যস্ততার মাঝেও সামাজিক মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছেন ভক্তদের সঙ্গে। ব্যক্তিগত জীবন, পরিবার, কিংবা সমাজ নিয়ে নিজের ভাবনা খোলামেলাভাবে প্রকাশ করেন এই অভিনেতা। 

বুধবার বিকেলে দেওয়া একটি আবেগঘন পোস্টে ভক্তদের মন ছুঁয়ে গেছেন তিনি। নিজের ছেলে শুদ্ধের একটি ছবি শেয়ার করে লেখেন আবেগঘন কথা। নেপথ্যে, অভিনেতার পুরোনো পোশাক এখন ছেলে শুদ্ধের গায়ে এঁটে যায়; আর তাতে আবেগ ও আনন্দ যেন একসঙ্গেই যেন প্রকাশ করেন অভিনেতা।

সেই পোস্টে চঞ্চল লেখেন, “যতদূর মনে পড়ে, গত শীতেও এই ব্লেজারটির মালিকানা আমার হাতেই ছিলো! ভাবছেন নিজের টাকায় বানিয়েছিলাম? না, খালাতো ভাই প্রবীর নিজের শরীর থেকে খুলে আমাকে পরিয়ে দিয়েছিল, বলেছিল, ‘দাদা, তোকে খুব সুন্দর মানিয়েছে, এটা তুই নিয়ে যা।’ তখন খুশি হয়েই নিয়েছিলাম জিনিসটা।”

চঞ্চল লিখেছেন, সময়ের সঙ্গে সঙ্গে এখন সেই প্রিয় পোশাকগুলো ছেলের শরীরে খাপে খাপ বসে যাচ্ছে। তাই তিনি লিখেছেন, ‘এটাই মনে হয় প্রকৃতির নিয়ম! এক সময় বাবা-মায়ের সমস্ত কিছুই সন্তানের দখলে চলে যায়। এ আনন্দ বাবা-মায়ের জন্য অকল্পনীয় শান্তি।’

তবে শুধু বস্তুগত সম্পদ নয়, চঞ্চল চৌধুরী চান তার ছেলে যেন তার আদর্শ, মূল্যবোধ আর জীবনের শিক্ষা ধারণ করে বড় হয়ে উঠুক। তার ভাষায়, ‘হে সন্তানেরা, শুধু সম্পত্তি বা পোশাক নয়, বাবা-মায়ের ভালো অর্জনগুলোও নিজের জীবনে বয়ে নিয়ে সফল হও। বড় হও, সফল হও।’

শেষে ছেলেকে উদ্দেশ করে তিনি লিখেছেন,  ‘আর আমার ছেলে শুদ্ধ’র কাছে অনুরোধ,অতি বিলাসিতা আমার কখনই পছন্দ নয়,তাই আমার সমস্ত পোশাক…বাপ বেটা দুজনই ভাগাভাগি করেই পরি চল! আমার প্রতিটি পোশাকে আমার শরীরের যে পরিশ্রম আর সাধনার ঘাম গন্ধ লেগে আছে,সেটাকে কখনো অবজ্ঞা করিস না বাপ, অনেক বড় মানুষ হ।’

এই হৃদয়ছোঁয়া লেখায় ভক্তরা আবেগাপ্লুত। অনেকে মন্তব্যে লিখেছেন, চঞ্চল চৌধুরী শুধু অভিনেতা নন, তিনি একজন আদর্শ বাবা।

Link copied!