ঢাকাই সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। বিশেষ এই দিনে বড় ভাই জয়কে শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীর নিজের ফ্যানপেজ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন শাকিব-অপু পুত্র আব্রাম খান জয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) সাত বছর পূর্ণ হলো ছেলের। বিশেষ এই দিনে জয়কে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন বাবা-মায়ের সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা। সব ভুলে গিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে বীরের ভিডিওবার্তাটি শেয়ার করেছেন বুবলী। সঙ্গে পোস্টের ক্যাপশনে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার চিহ্ন। ভিডিওতে দেখা যায়, বীরের পরনে রয়েছে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। একটি রুমে দাঁড়িয়ে বড় ভাই জয়কে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ বলে উইশ করছে বীর।
এদিকে জয়ের জন্মদিনে বীরের এই শুভেচ্ছা বার্তা আপ্লুত করেছে নেটিজেনদের। এ সময় বীরের পোস্টে ভক্তরাও জন্মদিনের শুভেচ্ছায় ভাসাচ্ছেন জয়কে।
অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর। এ বছরের ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি পোস্ট করে সন্তান জন্মের খবর জানান তারা।