জনপ্রিয় কমেডিয়ান ও টিভি উপস্থাপক ভারতী সিং আবারও মাতৃত্বের সুখবর দিলেন। স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে তাদের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন দু’জনে। রোববার ইনস্টাগ্রামে বেবি বাম্পের একটি দৃষ্টিনন্দন ছবি শেয়ার করে তিনি নিজের ভক্তদের সঙ্গে আনন্দঘন এই খবর ভাগ করে নেন। পোস্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তা প্লাবিত হয় শুভেচ্ছা আর ভালোবাসায়।
ছবিতে নীলাভ পোশাকে ভারতীর মাতৃত্বের আভা ছিল চোখে পড়ার মতো। বড় সাদা ফুলে সাজানো গাউন, কানে সূক্ষ্ম দুল, মাঝখানে সিঁথি করা স্টাইলিশ চুল আর হালকা স্মোকি মেকআপ—সব মিলিয়ে ফটোশুটে যেন এক নতুন গ্লো যোগ করেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “শিগগিরই আসছে আমাদের দ্বিতীয় সন্তান।”
তারকা মহলেও নেমেছে অভিনন্দনের ঢল। রাজকুমার রাও, বরুণ ধাওয়ান, পরিণীতি চোপড়া, সোহা আলী খানসহ অনেকেই ভালোবাসা জানিয়ে পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন। ইতিমধ্যে ছবিটি ১৬ লাখের বেশি লাইক পেয়েছে।
চলতি বছরের অক্টোবরে পাহাড়ি প্রাকৃতিক দৃশ্যের সামনে তোলা একটি ছবিও পোস্ট করেছিলেন ভারতী, যেখানে হর্ষকে দেখা যায় স্নেহভরে তার বেবি বাম্পে হাত রেখে দাঁড়িয়ে থাকতে। সেই সময়ই দ্বিতীয় সন্তানের আগমনের ইঙ্গিত দিয়েছিলেন তারা।
২০১৭ সালের ৩ ডিসেম্বর গোয়ায় বিয়ে করেন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া। দম্পতির প্রথম সন্তান লক্ষ্য জন্ম নেয় ২০২২ সালের ৩ এপ্রিল। বর্তমানে ভারতী কালারস টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাফটার শেফস’-এর তৃতীয় মৌসুম উপস্থাপনা করছেন।



































