• ঢাকা
  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২,

৮ কুকুর ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা: খুনির কঠোরতম শাস্তি চাইলেন জয়া আহসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৫২ পিএম
৮ কুকুর ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা: খুনির কঠোরতম শাস্তি চাইলেন জয়া আহসান

পাবনার ঈশ্বরদীতে আটটি সদ্যোজাত কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার নির্মম ঘটনায় উত্তাল সামাজিক মাধ্যম। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এই অমানবিকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। প্রাণী অধিকার ইস্যুতে দীর্ঘদিন ধরে সোচ্চার অভিনেত্রী জয়া আহসানও তীব্র প্রতিবাদ জানিয়ে কঠোর শাস্তির দাবি তুলেছেন।

নিজের ফেসবুকে জয়া লিখেছেন, “ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।”

তার মন্তব্যে অসংখ্য মানুষ সমর্থন জানিয়েছেন এবং প্রাণী নির্যাতনবিরোধী আইনের কঠোর প্রয়োগের দাবি তুলেছেন।

কী ঘটেছিল ঈশ্বরদীতে?

স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের এক কর্মকর্তার সরকারি কোয়ার্টারের আঙিনায় একটি মা কুকুর ৮টি বাচ্চার জন্ম দেয়। সোমবার সকালে হঠাৎ মা কুকুরটিকে ছুটোছুটি করে কেঁদে বেড়াতে দেখে এলাকাবাসী সন্দেহ করে। পরে খোঁজ নিয়ে জানা যায়—ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে।

পুকুর থেকে ছানাগুলোর মৃতদেহ তোলার সময় মা কুকুরটিকে পাশে বসে আর্তনাদ করতে দেখা যায়। পরে বাচ্চাগুলোকে সৎকার করে পুঁতে ফেলা হয়।

অভিযুক্ত কর্মকর্তার স্বীকারোক্তি

ঘটনার সত্যতা স্বীকার করে কর্মকর্তা হাসনুর রহমান নয়ন বলেন, “সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলো সরাতে বলেছিল। কিন্তু এভাবে মেরে ফেলা হবে—তা ধারণাই করিনি। আমি লজ্জিত ও দুঃখিত।”

উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক ব্যবস্থা

অমানবিক এই ঘটনার পর ঈশ্বরদী উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, “এটি চরম নিষ্ঠুর কাজ। শাস্তিস্বরূপ সংশ্লিষ্ট কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!